৳ ৫০০ ৳ ৪২৫
|
১৫% ছাড়
|
Quantity |
|
৯৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ডেলিভারি চার্জ ফ্রি। কুপন: FREEDELIVERY
প্রথম অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা ছাড়; ১০০০+ টাকার বই অর্ডারে। ৫০ টাকা ছাড়; ৫০০+ টাকার বই অর্ডারে। কুপন: FIRSTORDER
একাডেমিক বইয়ে প্রতি ১০০০ টাকার অর্ডারে একটি করে খাতা ফ্রি ও ডেলিভারি ফ্রি
বিশ বছর আগে যখন আমি এই বইটি লিখছিলাম, তখন পৃথিবী যে এভাবে বদলে যাবে, অথবা মানুষ যে এই অসাধারণ পণ্যের মাধ্যমে অসাধারণ পদ্ধতিতে “দ্য সেভেন হ্যাবিট্স অফ হাইলি ইফেক্টিভ পিপল” বইটি পড়তে পারবে, এই সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না। তখন থেকে এই বইটিকে ‘সবচেয়ে প্রভাবশালী ব্যাবসায়িক বই’ বলা হয়ে থাকে (দ্য ওয়াল স্ট্রিট জার্নালের মতে)। বইটি পাঁচ বছর ধরে নিউইয়র্ক টাইমসের বেস্টসেলার বইয়ের তালিকায় ছিল। বইটি ৩৮টি ভাষায় অনূদিত হয়েছে এবং প্রায় ২০ মিলিয়ন কপি মুদ্রিত হয়েছে (এবং যুক্তিযুক্তভাবে বিশ্বে সবচেয়ে বেশিবার পাইরেটেড ব্যাবসায়িক বই)। গুগলে ‘7 Habits’ লিখে সার্চ করলে ১২ মিলিয়নেরও বেশি হিট দেখতে পাবেন। এই বইটির বিশ্বব্যাপী পাঠকপ্রিয়তা দেখে আমি বিনীত এবং ধন্য হয়েছি। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, রাজা থেকে শুরু করে কলেজছাত্র, নির্মাণশ্রমিক এবং রান্নার কাজের সাহায্যকারীরাও এই বইটি পড়েন। আমি সহস্রাধিক মানুষকে এই ধরনের কথা বলতে শুনেছি:
- শুধু জরুরি জিনিস নয়, বরং সত্যিকারের গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে আমি ফোকাস করতে শিখেছি।
- প্রথমবারের মতো আমি অন্য মানুষের কথা শুনছি, সত্যিই শুনছি।
- আমাকে অতিষ্ঠ করে তুলেছে— এমন একটি চাকরিতে যখন আমি ‘জয়-জয়’ পদ্ধতিতে ভাবতে শুরু করেছি, তখন থেকে আমি আমার পেশাগত জীবনে একটি নতুন লক্ষ্য ও উদ্দেশ্য খুঁজে পেয়েছি। এই ৭টি অভ্যাস আপনাকে কীভাবে প্রভাবিত করবে? আমি আশা করি, আপনি আপনার জীবনে নতুন আশা, বৃহত্তর উদ্দেশ্য, মনের শান্তি এবং ব্যক্তিগত ও পেশাগত জীবনে আরও ফলপ্রসূ সম্পর্ক খুঁজে পাবেন।
স্টিফেন আর. কোভি, ডিসেম্বর ২০০৯
Title | : | দ্য 7 হ্যাবিটস অফ হাইলি ইফেকটিভ পিপল |
Author | : | স্টিফেন আর. কোভি |
Translator | : | বানান আন্দোলন |
Publisher | : | অনুজ প্রকাশন |
ISBN | : | 9789849675778 |
Edition | : | 1st Published, 2023 |
Number of Pages | : | 316 |
Country | : | Bangladesh |
Language | : | Bengali |
স্টিফেন আর. কোভি এর পূর্ণ নাম স্টিফেন রিচার্ডস কোভি। তিনি জন্ম নিয়েছিলেন ১৯৩২ সালের ২৪শে অক্টোবর। জন্মগতভাবে তিনি একজন আমেরিকান। তিনি একাধারে একজন শিক্ষক, লেখক, বক্তা ও ব্যবসায়ী ছিলেন। তাঁর বক্তব্যগুলো মূলত অনুপ্রেরণাদায়ী, যাকে আমরা বর্তমানে ‘মোটিভেশনাল স্পিচ’ নামেই বেশি চিনি। স্টিফেন আর কোভি এর বই সমূহ হচ্ছে ফার্স্ট থিংস ফার্স্ট, দ্য লিডার ইন মি, দ্য এইটথ হ্যাবিট, প্রিন্সিপ্যাল-সেন্টার্ড লিডারশিপ, দ্য থার্ড অল্টারনেটিভ ইত্যাদি। তাঁর প্রথম বই ছিল স্পিরিচুয়াল রুটস অফ হিউম্যান রিলেশনস (১৯৭০)। এটি ডেসেরেট বুক কোম্পানি থেকে প্রকাশ পায়। তাঁর পরবর্তী লেখাগুলোর পূর্বাভাস হিসেবে এই বইটিকে ধরা যায়। স্টিফেন আর. কোভি এর অনুবাদ বইগুলোর মাধ্যমে তাঁর অনুপ্রেরণাদায়ী বক্তব্য বিশ্বজোড়া মানুষের মধ্যে পৌঁছে যাচ্ছে। বাংলা ভাষাতেও তাঁর বই অনূদিত হয়েছে। তাঁর সবচেয়ে জনপ্রিয় বই হলো ‘দ্য সেভেন হ্যাবিটস অফ হাইলি ইফেক্টিভ পিপল’। স্টিফেন আর. কোভি এর বই সমগ্র বিশ্বজুড়ে বিখ্যাত, কারণ তিনি তাঁর লেখার মধ্য দিয়ে মানুষকে অনুপ্রেরণার ছোঁয়া দিতে পেরেছেন। ১৯৯৬ সালের টাইমস ম্যাগাজিন বিশ্বের ২৫ জন সর্বাধিক প্রভাবশালী ব্যক্তির মধ্যে তাঁকে রাখে। ২০০৮ সালে তিনি স্টিফেন কোভি অনলাইন সম্প্রদায় গড়ে তোলেন। ২০১২ সালের ১৬ জুলাই কোভি পৃথিবীর মায়া ত্যাগ করেন। মৃত্যুর সময়ে তিনি উটাহ স্টেট বিশ্ববিদ্যালয়ে জন এম. হান্টসম্যান স্কুল অফ বিজনেসের অধ্যাপক ছিলেন। তাঁর পড়াশোনাও ব্যবসায় অনুষদের সাথে সম্পৃক্ত ছিল। তবে একটা সময় আমেরিকান সেলফ হেল্প বইগুলো পড়ে তাঁর মাথায় চিন্তা আসে যে, এভাবে তিনি অনেককেই হয়তো অনুপ্রাণিত করতে পারবেন। তিনি পিটার ড্রাকার ও কার্ল রজার্সের দ্বারা মনস্তাত্ত্বিকভাবে অনেকটা প্রভাবিত ছিলেন।
If you found any incorrect information please report us